ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে জমি লেনদেন নিয়ে জটিলতা ও অর্থ পাচারের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান এলাকায় জমি লেনদেনকে কেন্দ্র করে প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে তাসলিমা ইসলাম ও ফাহিমা ইসলাম নামের দুই বোনের বিরুদ্ধে। অভিযোগকারীরা দাবি করেছেন, তারা ওই দুই বোনের কাছ থেকে জমি কিনতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে লিখিত অভিযোগও দিয়েছেন।

লিখিত অভিযোগ পত্র:

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত দুই বোন নিজেদেরকে দ্বৈত নাগরিক পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেন। পরবর্তীতে ওই জমির মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হয় বলে দাবি করেন অভিযোগকারীরা। তাদের মধ্যে রয়েছেন—ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান মামুন, ইমতাজুর রহমান ববি এবং ড. হাসান তাহের ইমাম।

তারা জানান, গুলশান ও বনানী থানায় জমি লেনদেন সংক্রান্ত প্রতারণা ও হয়রানির অভিযোগে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। গুলশান থানায় দায়েরকৃত একটি সাধারণ ডায়েরির নম্বর: ১৪১৬।

অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, অভিযুক্তদের সঙ্গে লেনদেনের পর তারা আর্থিক ক্ষতির শিকার হন এবং পরবর্তীতে বিভিন্নভাবে মানসিক চাপে পড়েন। এছাড়া, প্রাপ্ত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে—জমি লেনদেন থেকে প্রাপ্ত অর্থ দেশের বাইরে পাচারের অভিযোগও রয়েছে। এতে ব্যবহৃত হয়েছে একটি সিটি ব্যাংক অ্যাকাউন্ট (নং: ২৮০২৬৪০৫০০০০১) এবং যুক্তরাষ্ট্রের টিডি ব্যাংকের একটি অ্যাকাউন্ট (নং: ৮২৫৬৯১৬৯৩০)।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে এখনো গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি তদন্ত করে দেখছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। ভুক্তভোগীরা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুলশানে জমি লেনদেন নিয়ে জটিলতা ও অর্থ পাচারের অভিযোগ

আপডেট সময় : ০৬:৪১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

রাজধানীর গুলশান এলাকায় জমি লেনদেনকে কেন্দ্র করে প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে তাসলিমা ইসলাম ও ফাহিমা ইসলাম নামের দুই বোনের বিরুদ্ধে। অভিযোগকারীরা দাবি করেছেন, তারা ওই দুই বোনের কাছ থেকে জমি কিনতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে লিখিত অভিযোগও দিয়েছেন।

লিখিত অভিযোগ পত্র:

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত দুই বোন নিজেদেরকে দ্বৈত নাগরিক পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেন। পরবর্তীতে ওই জমির মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হয় বলে দাবি করেন অভিযোগকারীরা। তাদের মধ্যে রয়েছেন—ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান মামুন, ইমতাজুর রহমান ববি এবং ড. হাসান তাহের ইমাম।

তারা জানান, গুলশান ও বনানী থানায় জমি লেনদেন সংক্রান্ত প্রতারণা ও হয়রানির অভিযোগে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। গুলশান থানায় দায়েরকৃত একটি সাধারণ ডায়েরির নম্বর: ১৪১৬।

অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, অভিযুক্তদের সঙ্গে লেনদেনের পর তারা আর্থিক ক্ষতির শিকার হন এবং পরবর্তীতে বিভিন্নভাবে মানসিক চাপে পড়েন। এছাড়া, প্রাপ্ত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে—জমি লেনদেন থেকে প্রাপ্ত অর্থ দেশের বাইরে পাচারের অভিযোগও রয়েছে। এতে ব্যবহৃত হয়েছে একটি সিটি ব্যাংক অ্যাকাউন্ট (নং: ২৮০২৬৪০৫০০০০১) এবং যুক্তরাষ্ট্রের টিডি ব্যাংকের একটি অ্যাকাউন্ট (নং: ৮২৫৬৯১৬৯৩০)।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে এখনো গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি তদন্ত করে দেখছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। ভুক্তভোগীরা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।