সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: শিক্ষক জাতির মেরুদণ্ড

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: Sirajam Monira Moon
শিক্ষক হলেন মেরুদণ্ড
বলেন কথা ভালো,
শিক্ষার্থীদের মনের ভেতর
দেয় জ্বালিয়ে আলো।
অন্ধকারে পথ হারালে
ঠিকানা দেয় ঠিক,
জ্ঞান আর নৈতিকতা শেখায়
সবার চেয়ে অধিক।
তাদের শেখানো পথে চলে
গড়ে জাতি জীবন,
তাইতো হৃদয়ে থাকবে জুড়ে
শ্রদ্ধা আজীবন।