সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : বেকার জীবন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ২ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বেকার যুবক ঘরে ঘরে আজ
রাজার খবর নাই,
গালগপ্পতে মাশাল্লা বেশ
মুখেতে শুনতে পাই।
মনে হয় যেন কাজকর্মের
পরিপূর্ণতা বেশ,
ভিতর ভিতর খবর নিয়েন
সোনার দেশটা শেষ।
বাড়ছে বেকার বাড়ছে অভাব
দিশাহারা জাতি আজ,
বাড়ছে দেশেতে চুরি সন্ত্রাসী
কুকর্ম চাঁদাবাজ।
লজ্জা শরম উঠে গেলো সব
অভাব এলো যে ধার,
বাছ বিচারের মূল্য বোধের
মানে কী জীবন আর?
বেড়েছে বেকার দেশে হাহাকার
চিন্তা মগ্ন হই,
কখন যে হবে দেশটা সচল
সেই যে আশায় রই।