সর্বশেষ :
বাংলাদেশ :
মোঃ এখলাছুর রহমান
কবিতা: ভাইয়ের জন্মদিন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোঃ এখলাছুর রহমান
বছর শেষে আবার ফিরে
আসলো সুখের দিন,
চারিদিকে খুশির জোয়ার
তা ধিনা ধিন ধিন।
আজকে তোমার জন্মদিনে
জানাই ভালোবাসা,
শুভেচ্ছাতে হোক না পূরণ
মনের সকল আশা।
সরল মনের মানুষ আপনি
আপুর প্রিয়জন,
ভালোবাসার মায়ায় ঘেরা
থাকুক সারাক্ষণ।
পরিবাকে আঁকড়ে ধরে
থাকবে সুখে দুঃখে হ
সারাজীবন এমন হাসি
রইবে সবার মুখে।
ভোরের আলো ফুটে উঠুক
তোমার আঙ্গিনায়,
রইলো দোয়া তোমার জন্য
স্বপ্ন সাধনায় ।