সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতাঃ শিক্ষক মহান গুরু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোঃ এখলাছুর রহমান
এই জগতে জ্ঞানের আলো
ছড়িয়ে দেন যিনি,
মানুষ গড়ার কারিগরকে
শিক্ষক নামে চিনি।
বাবা মায় দেয় ভরণ-পোষণ
মানুষ করে শিক্ষক,
সঠিক পথে চলতে শেখায়
মহাগুরু দিক্ষক।
শিক্ষকের জ্ঞান না পেলে আজ
থাকতাম মোরা অন্ধ,
ভুলের পথে চলতে গিয়ে
হতো কতো দ্বন্দ্ব।
শিক্ষক হলো শ্রেষ্ঠ জাতি
এই সমাজের আলো,
জ্ঞান বিলিয়ে করেন তিনি
অমানুষকে ভালো।
পবিত্র এই দিবসে আজ
শপথ করে বলি,
জীবন চলার পথে যেন
শ্রদ্ধা করে চলি।