সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: তুমি বোকা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোজাম্মিল হোসেন
তোমার সামনে তোমার প্রেমিকা
অভিনয় করে কাঁদে,
তুমি এই কান্না দেখে
পড়ে গেছো ফাঁদে।
তুমি হয়তো জানো না সে
আরেকটা প্রেম করে,
আর তার জন্য তোমার
রাতে অশ্রু ঝরে।
সহজ সরল ভেবে সে তোমায়
দিতেছে অনেক ধোকা,
প্রেমে জালে পড়ে তুমি
হয়ে গেছো বোকা।
তুমি তাকে তোমার জন্য
বানিয়ে ফেলেছো বিশ্ব,
মনে রেখো সে তোমায়
করিবে একদিন নিঃস্ব।
আজও বুঝতে পারো নাই
সে করতেছে কী ক্ষতি,
তবুও একটু ও ভালোবাসা
কমে নাই তার প্রতি।
সবার জীবনের মূল্য আছে
সে কেমন মানুষ!
জেনে শুনে তোমার জীবনটা
করে দিতেছে ফানুস।