সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : নোয়াখালী বিভাগ চাই

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মো: মোশারেফ হোসেন মাসুদ।
ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সকলের
কন্ঠে একটি সুর,
দাবি আমাদের একটাই আমরা
নোয়াখালী বিভাগ চাই।
১৮২১ সালে গঠিত জেলাটি
সকল জেলার সেরা,
চতুরদিকের সবুজ শ্যামল ইতিহাস
আর ঐতিহ্য ঘেরা।
দেশের উন্নয়নে অবদান রেখেছে
লক্ষ লক্ষ প্রবাসী,
পিছিয়ে নেই শ্রমিক উদ্যোক্তা
বিজনেসম্যান আর চাষী।
আছে খাল বিল নদী নালা
তেল বা গ্যাসের খনি,
সরকারি জরিপে ৬৪জেলার মধ্যে
নোয়াখালী সবচাইতে ধনী।
২লক্ষ প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের
প্রাণের দাবি একটাই,
আমাদের প্রশাসনিক অঞ্চল চাই
নোয়াখালী বিভাগ চাই।
নোয়াখালী নিয়ে কোন চুদুর
বধুর চলবেনা ভাই,
কোটি মানুষের প্রাণের দাবি একটাই
নোয়াখালী বিভাগ চাই।