সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : কল্পনায় তুমি

কবিতা রাইটার: মোঃ এখলাছুর রহমান
- আপডেট সময় : ০৮:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ সিরাজুল ইসলাম।
শিউলি ফুলের স্তুপ করে ঐ,
অপেক্ষার এ ডালিতে,
শুধু তুমি আসবে বলে,আমার
চোখ যে পোড়া বালিতে।
তোমার ছায়ায় দেখেছিলাম,
কল্পনারই বিশ্বাসে,
সত্যি কী ছিলেনা তুমি, আমার
কোনকালের নিঃশ্বাসে?
সেদিন তোমায় দেখেছিলাম,
উষ্ণ মাখা দৃষ্টিতে,
শান্ত কর আমায় তুমি, তোমার
এক পশলা বৃষ্টিতে।
ছেড়ে দিলেই ছাড় পাওয়া যায়
উপন্যাসেরই পাতায়,
মনের আকাশ রঙিন করলাম
তোমার লেখা খাতায়।
খুঁজিনা তো, আর বুঝিনা তাই
কে যে আমার স্বজন ,
মধ্যেখানে যেই প্রিয়জন বল
আছে এমন ক’জন।