সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: শরৎ এলো

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোঃ এখলাছুর রহমান।
গায়ের পাশে নদীর পাড়ে
ফুটলো কাশ-ফুল
শরৎ এলে চোখ জুড়ায়
দেখতে নদী কূল।
ফুটে আরো নানান ফুল
উড়ে পাখির দল,
মেঘ রোদেরা খেলা করছে
দেখতে যাবি চল।
শরৎকালে ভাদ্র মাসে
তালের পিঠা চাই,
আখের মাঝে শরবত আছে
চিবাই চিবাই খাই।
ছয় ঋতুর এই দেশটা
সাঁজে নানান বেশ,
ফুলে ফলের ঘ্রাণে আমার
প্রিয় বাংলা-দেশ।