কবিতাঃ জন্ম থেকে রাসুল সা.

- আপডেট সময় : ০৭:০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

কবিতা রাইটারঃ জাকিয়া খাতুন
জন্মের আগেই শিশু রাসূল পিতৃহারা হন
দাদা তাকে জন্মের পরেই কাবা গৃহে নেন।
প্রশংশিত অর্থ যাহার সেই তো মুহাম্মাদ
সেই খুসিতে মক্কাবাসী পেলো যে দাওয়াত।
নিয়ম মেনে শিশু রাসুল দাঈমা পেয়ে গেলো
তাঁরই ঘরে দু’টি বছর পার করে সে দিলো।
ইনসাফেরই মূর্ত প্রতীক শিশুকালেই ছিল
দুধভাইয়েরই জন্য দুগ্ধ রেখে তবেই খেলো।
দুই বছর পূর্ন করে দাঈমা ফেরত আনেনজন্ম থেকে রাসূল (সঃ)
মক্কায় তখন মড়ক ছিল, ছেলেকে না রাখেন।
দুধ ভাইয়েদের সংগে তিনি মাঠেতে মেষ চরান,
মিষ্টি শিশু রাসূল তখন সবার নজর কাড়েন
চার বয়স বয়সকালে মায়ের ঘরে ফেরেন।
মা রাখেন সাথে সাথে কোথাও না ছাড়েন।
মায়ের সাথে মদিনাতে নানার গ্রামে যান,
ফেরার পথে শিশু রাসূল আমিনা মা কে হারান।
তারপরে সে বেড়ে ওঠে দাদার আদরে,
দাদা তাকে ঢেকে রাখেন স্নেহের চাদরে।
আট বছরে দাদা হারান, অন্ধকার দেখেন,
প্রিয় চাচা আদর করে দায়িত্বটা নেন।
শালীনতায় বন্দী ছিল শিশু নবীর জীবন,
অশালীন কাজ করতে তিনি করেছেম বারন।
এমনিভাবে চাচার সাথে যৌবনে দেন পা,
যুবকেরা আড্ডা জুয়ায় মত্ত, তিনি হতেন না।
চাচার সংগী হয়ে তিনি ব্যবসায়ী কাজ করেন,
ব্যবসা কাজের জন্য তখন দেশ বিদেশ ঘোরেন।
আদর্শ এক ব্যবসায়ী সে, খ্যাতি অর্জন করেন,
আমানতদার, সত্যবাদী বলে সবাই তাকে চেনেন।
নাম খাদিজা, ধনাঢ্য জন, স্বামীহারা আরব দেশে ছিলেন,
অর্থ সম্পদ দেখার মতন বিশ্বস্ত লোক খোঁজেন।
বিশ্বস্ততার প্রমান মেলে ব্যবসা কাজের মাঝে,
বিয়ের প্রস্তাব বিবি খাদিজা দিলেন তখন নিজে।
নবীর বয়স পঁচিশ হলেও সমস্যাটা নাই,
বিয়ের জন্য এমন ছেলে আর কোথাও না পায়।
মক্কাবাসীর বর্বরতার সীমা যাচ্ছে বেড়ে,
এ অবস্থা দেখে নবীর হৃদয় যাচ্ছে ছিড়ে।
যুবকদের সাথে নিয়ে “হিলফুল ফুজুল” গড়ে
অশান্তি সব দূর করিবার শপথ তারা পড়ে
এই সমিতির কাজের দ্বারা বন্ধ যে অশান্তি,
কিছুদিনের জন্যে হলেও দূর হল ভোগান্তি।
কাবা ঘরে হাজরে আসওয়াদ বসাতে সবাই চায়
কেমন করে সমাধান হবে পথ খুঁজে না পায়।
রক্তারক্তি বন্ধ করার একটি পথ পেল,
পরের দিনের প্রথম ব্যক্তি বিচারক হল।
খুব সকালে নবী সেথায় সবার আগে হাজির
চিন্তামুক্ত সবাই এবার, পাবে ন্যায়বিচার।
চাদর মাঝে হাজরে আসওয়াদ মধ্যখানে রাখেন,
সব গোত্রের সর্দারেরা চৌদিকেতে ধরেন।
নিজ হস্তে ধরে নবী সঠিক স্থানে বসান,
এমনিভাবে মক্কাবাসীকে রক্তপাত থেকে বাঁচান।
জাতির দুঃখ, অশান্তি যে শেষ হতে না চায়,
হেরা গুহায় প্রিয় নবী ধ্যানে বসে যান
কয়েকদিনের ধ্যানের মাঝেই জিবরাঈল আসেন
রাসূল হলেন এবার তিনি, ওহী হাতে পেলেন।
কোরআন অবতীর্ণ হল হেরা গুহার মাঝে,
আর বসে নয়, রাসূল নামেন দ্বীন কায়েমের কাজে।