সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: মানবতার দূত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুনতাহা জামান
পৃথিবী যখন অন্ধকার
ছিলো নিমজ্জিত
মানবতা বলতে ছিলো না কিছু
ছিলো না ভালোবাসা।
সত্যর বানী ভুলে
পাশবিকতায় লিপ্ত
ছিলো সারা-দুনিয়া।
এ চরম দুর্দিনে আমিনার কোলে নামলো এক চাঁদ আলো নিয়ে…
সে খুশিতে ফেরেস্তারা জান্নাতি দোর খুলে দুরুদ পড়ে।
যে ছিলো অনন্ত কল্যান স্রষ্টার সৃষ্টি আপোষহীন তাওহিদের প্রতিক।
মানব জাতির কল্যানকারী
অসহায় মানুষের চোখের মনী
যার উছিলায় পেলো সবাই
পবিত্র কোরআনের বানী