সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতাঃ ঝরাই নয়ন বারি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

কবিতা রাইটারঃ : মোঃ তৈয়বুল ইসলাম
হে পৃথিবীর রাজাধিরাজ
পরম করুনাময়
পাপও তাপের হিসাব যেন
সহজে নসিব হয়।
নাহিকো কোন পাড়ের তরী
ভুলে ভাসিয়াছি ভেলা,
শয়তান মম চিত্ত লয়ে
সতত করিছে খেলা।
পরপারে মম কি হবে প্রভু
জানিনা এখনো হায়!
চক্ষু মুধিয়া আমি নরধম
নরক ই দেখিতে পাই।
সখার খাতিরে কৃপা করে মোর
কবুল করিও প্রার্থনা
পাপে তাপে মোর প্রাণ ফুরালো
করো তুমি মোরে মার্জনা।
অতি অসহায় সম্বল হীন
তোমারই চরণে পড়ি।
পরপারে প্রভু-প্রাণে বাঁচিবার
ঝরাই নয়নের বারি।