সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: আজ প্রিয়র জন্মদিন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মাহবুবা মিলি
আজকে তোমার জন্মদিনে
আশিস দিলাম আমি,
রঙে রঙে ভরে উঠুক
তোমার জীবন খানি।
দুঃখরা সব দূর হয়ে যাক
তোমার জীবন থেকে,
সুখগুলো সব ফিরে আসুক
তোমায় ভালোবেসে।
ফুলের কানে ভ্রমর এসে
করছে যে গুঞ্জন,
জন্মদিনে বলছে দেখো
তোমায় অভিনন্দন।
জন্মদিনে দেবার মতো
আমার কিছু নাই,
আকাশ ছোঁয়া ভালোবাসা
তোমায় দিলাম তাই।
❤❤❤❤❤❤❤