সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: আল কুরআন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোঃ এখলাছুর রহমান
কুরআন হলো মহান প্রভুর
শ্রেষ্ঠ কিতাব ভাই,
তাহার চেয়ে উত্তম কিছু
এই জগতে নাই।
কুরআন হলো ঐশী বাণী
আমার প্রিয় বই,
জান্নাতের পথ দেখার জন্য
উপযুক্ত মই।
কুরআন হলো প্রভুর বাণী
শিখতে সবাই চাই,
কুরআন পড়লে মনের মাঝে
শান্তি আসে তাই।
কুরআন হলো স্পষ্ট নূর
আধার করে দূর,
লক্ষ কোটির কণ্ঠে ধ্বনি
সুমধুর এক সুর।
সঠিক পথের দিশা মোরা
কুরআন থেকে পাই,
মানলে কুরআন মনে প্রাণে
শান্তি আসবে ভাই।