সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: জিম্মি জবান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোঃ আরিফুজ্জামান সোহাগ।
সত্য কথা বলার সাহস
সবার থাকে না ভাই!
মিথ্যা কে তাই সত্য ভেবে
বরণ করতে চায়।
মানুষ শুধু নামে মানুষ
বিবেক গেছে ভুলে!
জ্ঞানীর জায়গায় মূর্খরা আজ
রাজত্ব করছে বটে।
সত্য বললে পেতে পারো
শাস্তি তুমি ভাই!
এই জামানায় আর কতদিন
বাচবে তুমি তাই।
সত্য বলো সত্য ধরো
থাকো সত্যের পথে!
মৃত্যকালে জবানে তোমার
রহমত সাথে রবে।
মানুষ আজ খোদাকে ভুলে
অন্য পথে চলে!
জিম্মি জবান কে
মন করে?
তাদের নসীবে রবে।