বরিশাল থেকে দেশজুড়ে প্রযুক্তির বিপ্লব – যাত্রা শুরু করলো দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘HandShop’

- আপডেট সময় : ০৫:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল থেকে দেশের ই-কমার্স খাতে যুক্ত হলো নতুন মাত্রা। তরুণ প্রযুক্তি উদ্যোক্তা তুষার আব্দুল্লাহ’র হাত ধরে আত্মপ্রকাশ করলো দেশীয় মাল্টি-সার্ভিস প্ল্যাটফর্ম ‘HandShop’। লক্ষ্য—স্থানীয় দোকানদার ও সেবাদাতাদের ডিজিটাল বিশ্বে যুক্ত করে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া প্রতিদিনের প্রয়োজনীয় সব সেবা।
‘HandShop’–এর মাধ্যমে একজন ব্যবহারকারী ঘরে বসেই পেতে পারেন মুদিপণ্য, ওষুধ, রেস্টুরেন্ট খাবার, ইলেকট্রনিকস ও পোশাকের মতো পণ্য, সেই সঙ্গে কুরিয়ার সার্ভিস, গাড়ি ও বাড়িভাড়া, মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল পরিশোধ, এমনকি বাসাবাড়ির হোম সার্ভিস পর্যন্ত।
এই প্ল্যাটফর্মটি পরিচালিত হবে তিনটি পৃথক অ্যাপের মাধ্যমে—একটি গ্রাহকদের জন্য, একটি বিক্রেতাদের জন্য এবং একটি ডেলিভারি পার্সোনেলের জন্য।
“HandShop শুধু বরিশালের নয়, এটি বরিশাল থেকে শুরু হওয়া একটি জাতীয় উদ্যোগ। আমরা চাই দেশের প্রত্যন্ত গ্রামের দোকানদারও যেন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেন,” — বলেন উদ্যোক্তা তুষার আব্দুল্লাহ।
🔸 প্রযুক্তির সঙ্গে অর্থনৈতিক সহায়তা
HandShop শুধু একটি অ্যাপ নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ। উদ্যোক্তা জানান, প্ল্যাটফর্মের আওতায় যুক্ত হওয়া সেলার, ডেলিভারি পার্সোনেল এবং অন্যান্য অংশীদারদের জন্য থাকছে সরকারি ফান্ড থেকে আর্থিক সহায়তা।
এছাড়া, যেসব দোকান বা সেবাদাতা HandShop-এর সঙ্গে যুক্ত হবেন, তাদের জন্য থাকছে ১০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত সহজশর্তে ব্যবসায়িক লোন সুবিধা।
🔹 বরিশাল থেকে শুরু, লক্ষ্য—সারা দেশ
HandShop-এর প্রধান কার্যালয় থাকবে বরিশাল সদরে। এখান থেকেই সারাদেশের অপারেশন পরিচালিত হবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, কাস্টমার কেয়ার ও মাঠ পর্যায়ের কার্যক্রমে থাকবে অভিজ্ঞ টিম। অ্যাপটি খুব শীঘ্রই Google Play Store-এ ডাউনলোডের জন্য উন্মুক্ত হবে।
📢 স্লোগান:
“হাতের মুঠোয় ব্যবসা, সেবার নিশ্চয়তা”
বরিশালের মাটি থেকে গড়ে ওঠা HandShop ইতোমধ্যে প্রযুক্তি ও সেবাখাতে নতুন আশার আলো জ্বালিয়েছে। উদ্যোক্তার প্রত্যাশা, এটি হবে একদিন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলার জন্য নির্ভরযোগ্য একটি নাম।
HandShop–এর যাত্রা মানেই বরিশাল থেকে সারাদেশে প্রযুক্তির এক নতুন দিগন্তের উন্মোচন।