সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : মোহ মায়ার নেশা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
মোহ মায়ার নেশায় ডুবে
মনের বেগে চলে
ইচ্ছে ঘুড়ির লাগাম টেনে
অনেক কথা বলে।
চলতি পথে রূপক আলো
আবেশ ভরা মনে,
বাস্তবতায় হুকুম মেনে
আঘাত করে তনে।
অবাক হয়ে মন মেতেছে
সুরের তালে মজে,
মধুর সুরে বাজে সানাই
ঢোলক তালে ভজে।
কাজের শেষে মনের মোহ
ফলের আশা করে,
বিফলে মন হোঁচট খেয়ে
পিছু পথ যে ধরে।
মোহের নেশা মায়ার জালে
মন ছুটেছে ভালো,
হাসি খুশির জোয়ার-ভাটা
গাঙ পাড়েই আলো।