সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: ফুল বনে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী
কী আনন্দ দিলে
প্রশান্তি দিলে ঢেলে !
সুজন চলিছে নিধুবনে ।
মম তার লাগিয়া
কাঁদে আমার হিয়া ,
ঝরে জল আঁখি কোণে ।
কী ফুল ফোটালে
অলি ছুটিছে গুলে !
লভিছে মৌ ফুল বনে ।
হুরে ও পরিরা
নাচে গো ঝুরিয়া ,
নিশিতে চন্দ্রিমার ধ্যানে ।
আকাশ ও বাতাসে
শেফালীকা সুবাসে !
ভাঙিছে ঘুম মধু ক্ষণে ।
রাতে যে শবনম
দুলিছে গো অনুপম !
মাখিছে নূপুরকণা চরণে ।
জ্যোৎস্না সে রাতে
শেফালী ফুল সাথে !
বসি শেষের কবিতা লিখনে ।
মরমিয়া এ বাঁশী
বাজে রে অবিনিশি !
ব্যাকূল করা গানের বীণে ।
আমার কানে কানে
পুলক ও শিহরণে !
ডাকে ঐ কোন কুহকিনী ।
গান-প্রাণের জলসা
ভাঙিলে গো সহসা ,
শুনে ভোরের আজান ধ্বনি ।