ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বেলনা ৭নং ওয়ার্ড এর এলাকাবাসী ইসকনের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

ইসকনের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করেন বেলনা ৭নং ওয়ার্ড এর এলাকাবাসী, এ সময় উপস্থিত ছিলেন বেলনার তরুণ, যুবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় বেলনার বড় বাড়ির, মাওলানা আবু সাইদ ইসকনের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন ইসকন পন্থী তোমরা কোথাও পালাবার সময় পাবে না। তোমাদেরকে টেনে টেনে বের করা হবে, তোমরা যারা ইঁদুরের গর্তে আছো তারা ইদুরের গর্তে থাকো। মাথা উঠিও না মাথা সেখানেই ফেলে দেওয়া হবে। সেই ইঁদুরের গর্তে বসে বসে তোমরা ষড়যন্ত্র করতেছো, ছোট্ট একটি দল ইসকনের একটি দল বাংলার মুসলমান যদি প্রস্রাবও করে দেয় ইসকন দল ভেসে যাবে। সেই ইসকনকে সামনে বাড়িয়ে যারা ষড়যন্ত্র করতেছে। তাদেরকে জানিয়ে দিতে চাই এই খবরটি যাতে সরকার পর্যন্ত যায়। এবং খোরশেদ ভাই যেটি বলেছেন এই এলাকায় অন্তত কোন ইসকন থাকতে পারবে না, আজকে আমি শুনলাম ওই ধরমুসুরে একটি লিস্ট হয়েছে। আমাদের এই এলাকায়ও নাকি ইসকন আছে। তাদেরকে খুঁজে বের করতে হবে, তারপর তাদেরকে শাস্তি দিতে হবে এই ইসকন পন্থী বেলনা এলাকায় কেনো, সারা কলাতিয়ায় থাকতে পারবে না। আমরা কলাতিয়ার পক্ষ থেকে বলতেছি, ইসকন পন্থীরা পলাই আছো পলাই থাকো আর মাথা উঠানের সুযোগ নাই তোমাদের, ওই মাথা রাখবো না। জনগণ এখন একত্ব আল্লাহ তাআলা বলেছেন একতাই শক্তি আমরা যদি একত্র থাকি কোন ইসকন পন্থীরা মুসলমানদের কে দমায় রাখতে পারবে না। আপনারা কেউ যদি সংবাদ পান যে ইসকনপন্থী কোথাও আছে আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব ইসকন পন্থীদের বিরুদ্ধে এই কঠিন হুঁশিয়ারি দিয়ে মাওলানা আবু সাইদ তার বক্তব্য শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেলনা ৭নং ওয়ার্ড এর এলাকাবাসী ইসকনের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল

আপডেট সময় : ০৬:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

ইসকনের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করেন বেলনা ৭নং ওয়ার্ড এর এলাকাবাসী, এ সময় উপস্থিত ছিলেন বেলনার তরুণ, যুবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় বেলনার বড় বাড়ির, মাওলানা আবু সাইদ ইসকনের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন ইসকন পন্থী তোমরা কোথাও পালাবার সময় পাবে না। তোমাদেরকে টেনে টেনে বের করা হবে, তোমরা যারা ইঁদুরের গর্তে আছো তারা ইদুরের গর্তে থাকো। মাথা উঠিও না মাথা সেখানেই ফেলে দেওয়া হবে। সেই ইঁদুরের গর্তে বসে বসে তোমরা ষড়যন্ত্র করতেছো, ছোট্ট একটি দল ইসকনের একটি দল বাংলার মুসলমান যদি প্রস্রাবও করে দেয় ইসকন দল ভেসে যাবে। সেই ইসকনকে সামনে বাড়িয়ে যারা ষড়যন্ত্র করতেছে। তাদেরকে জানিয়ে দিতে চাই এই খবরটি যাতে সরকার পর্যন্ত যায়। এবং খোরশেদ ভাই যেটি বলেছেন এই এলাকায় অন্তত কোন ইসকন থাকতে পারবে না, আজকে আমি শুনলাম ওই ধরমুসুরে একটি লিস্ট হয়েছে। আমাদের এই এলাকায়ও নাকি ইসকন আছে। তাদেরকে খুঁজে বের করতে হবে, তারপর তাদেরকে শাস্তি দিতে হবে এই ইসকন পন্থী বেলনা এলাকায় কেনো, সারা কলাতিয়ায় থাকতে পারবে না। আমরা কলাতিয়ার পক্ষ থেকে বলতেছি, ইসকন পন্থীরা পলাই আছো পলাই থাকো আর মাথা উঠানের সুযোগ নাই তোমাদের, ওই মাথা রাখবো না। জনগণ এখন একত্ব আল্লাহ তাআলা বলেছেন একতাই শক্তি আমরা যদি একত্র থাকি কোন ইসকন পন্থীরা মুসলমানদের কে দমায় রাখতে পারবে না। আপনারা কেউ যদি সংবাদ পান যে ইসকনপন্থী কোথাও আছে আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব ইসকন পন্থীদের বিরুদ্ধে এই কঠিন হুঁশিয়ারি দিয়ে মাওলানা আবু সাইদ তার বক্তব্য শেষ করেন।