সর্বশেষ :
বাংলাদেশ :
তুমিই কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তুমি থেকে যাও যদি আবার
আমি দেবো রেখে,
তুমি যদি ধরোই আমার হাত
হাসিখুশি থেকে।
তুমি যদি হও আবার ছন্দ
আমার কবিতার মাঝে
তুমি যদি সুর হও, তবেই
গানে গানের সাজে।
তুমি ভোরের কুয়াশা হও যদি
উষ্ণতার চাদর হবো,
শীতের পরশ মেখে আমি বলি
চারিপাশে রবো।
তুমি প্রিয়া পঙক্তি হও যদি
আমারই উপন্যাসে,
তুমি প্রিয়ার প্রেয়সী হবো আমি
তোমাকে ভালোবেসে।
তুমি সূচনা হও যদি গল্পের
উপসংহারে আমি,
আমার উপন্যাসটা পৃথিবীতে
হবে সবচেয়ে দামী।
কেটে যাক এভাবেই একযুগ
শতাব্দী একটা জনম
হাসিখুশি জীবন ছন্দে ফিরবে
আমিই হবো অদম।