সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: আযাব থেকে মুক্তি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মো:মোশারেফ হোসেন মাসুদ।
——————————————–
মসজিদের ঐ খাটিয়া যেন
আমায় বলছে দেখিয়া,
আমি প্রস্তুত কবর আস্তানে
যাব তোমায় নিয়ে।
তুমি তো আছো দেখেছি
দুনিয়াদারি নিয়া,
সময় থাকতে লওনা অন্ধকার
কবরের কথা ভাবিয়া।
করছো কি তোমার আখেরাতের
মুক্তির সব কাজ,
কালকে সময় নাও পেতে পারো
করে নাও আজ।
তোমার অনেক আত্মীয় স্বজনও
যাত্রী হয়েছে এই খাটে,
আমরা কেহ জানিনা কিভাবে
এখন তাদের দিনরাত কাটে।
নষ্ট করো না সময়,দেখিও
না কোন যুক্তি,যদি
পেতে চাও অন্ধকার ঐ কবরের
আজাব থেকে মুক্তি।