সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতাঃ পুরুষ প্রিয়জন নয়

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোহাম্মদ সিরাজুল ইসলাম।
পুরুষ কখনো প্রিয়জন নয়
দারুণ এক প্রয়োজন,
তবুও কেনো নারীর পারে না
জিতে নিতে মন।
সুযোগ পেলে বলে বসে
যতই অভিযোগ,
এই সমাজে সকল পুরুষের
হয় মানসিক রোগ।
জেতার নেশায় নিঃস্ব পুরুষ
কে নিবে তার দায়,
শেষ উপসংহারে সেক্রিফাইজ
রূপকথার হয়ে যায়।
সংসার মায়া জালে বন্দী
কাঁদে অবিরাম,
দুমড়ে মুচড়ে তবুও পুরুষ
ঝরায় দেহের ঘাম।
আহা কি চমৎকার পুরুষ
আবরণে সাজ,
দেহ পাবি মন কি পাবে?
পুরুষের নেই লাজ।
পুরুষ হয়েই বেঁচে থাকা
জীবন খেলাঘর,
সারভাইভ করেই পুরুষ যায়
নারী ভাবেই পর।