সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: বই ঘ্রাণে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: আব্দুস সাত্তার সুমন।
বই বই ঘ্রাণের মৌসুম
সুভাষ চারি দিকে,
রকমারি কলম কালি
বই ঘরে লিখে।
ছোট বড় কত বই
কবিতাতে ছড়া,
প্রবন্ধ, উপন্যাসে
গল্পতে ভরা।
ইতিহাসে নবান্নে
সব আছে তাতে
ধর্মীয়, সাংস্কৃতিক
একই অনুপাতে।
রং বেরঙের পুস্তক
ক্রেতা হাজার হাজার,
লেখকের আনাগোনা
মুখরিত বাজার।
পঁচিশের নতুন বই
ফেব্রুয়ারি মেলা,
ছুটে আসে নবীন প্রবীণ
গ্রাম থেকে জেলা।