সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতাঃ কান পেতে শুনে নিও

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী।
যদি আমার কোনো কবিতা
পড়তে মন চায় ,
দখিনের জানালা খোলে দিও ,
যদি আমার কোনো কবিতা
বুঝতে মন চায় ,
বৃষ্টির রিনিঝিনি শুনে নিও ।
শ্রাবণের মেঘগুলো যায় উড়ে
দূরের ঐ নীলিমায় ,
কখনো ঝরে যদি অঝোর বৃষ্টি
পাহাড়ের আঙ্গিনায় ,
আমার কবিতার পঙক্তিগুলো,
শেফালী ঝরা পথের ধূলো…
পথ-প্রান্তে পেলে কুড়িয়ে নিও ।
সাগরের বক্ষচিরে তুফান আসে
চৈত্র-বৈশাখ মাসে ,
ঝিনুকের খোলসে মুক্তা হাসে
বৃষ্টিকে ভালোবেসে ,
আমার কবিতার ছন্দ তালে ,
দীপালী জ্বালিবে হৃদয় ভালে
ব্যাকুল মনটা তবে ছুঁয়ে দিও ।
চৈত্র-নিশিতে জ্যোৎস্নার সাথে
পরীরা নাচে গায় ,
গুলবাগিচায় ভ্রমরের গুঞ্জরণ
সুরের সুষমা ছড়ায় ,
বসন্ত কালে কোকিলের কুহুতান
আমার কবিতা আনিবে নবপ্রাণ ,
হৃদয় পেতে তুমি বুঝে নিও ।