সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা: বঙ্গ জয়ী জিয়া

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মাও: মোহা: হাবীবুল্লাহ
•••••••••••••••••••••••••••••••••••
এমন রত্ন পাবে কি আর
জীবন দিয়ে সবে,
দেশের খাঁটি হীরের টুকরো
হারাইছে যা ভবে ?
আজো ভাসে আঁখি পানে
কাদা গায়ে বসা,
খালের কাজে কোদাল কাঁধে
মাটি কাটার দশা |
কল্পের দেশে অল্প দূরে
তাকাও যদি বসে,
আজো দেখো কৃষি মাঠে
জিয়ার ছবি ভাসে |
বাংলা মায়ের জন্য তিনি
তেজী ঘোড়ার মতো,
টগবগীয়ে বেজায় ছুটে
ছিলো সেবায় রত |
মাতৃভূমির জন্যে তিনি
জীবন করে বিলীন,
বীরের বেশে যুদ্ধ করে
এদেশ করে স্বাধীন |
স্বচ্ছ কাচের মুক্তার মতো
ছিলো দামী হিয়া,
স্বাধীনতার ঘোষক যিনি
বঙ্গ জয়ী জিয়া |