কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী
কী আনন্দ দিলে
প্রশান্তি দিলে ঢেলে !
সুজন চলিছে নিধুবনে ।
মম তার লাগিয়া
কাঁদে আমার হিয়া ,
ঝরে জল আঁখি কোণে ।
কী ফুল ফোটালে
অলি ছুটিছে গুলে !
লভিছে মৌ ফুল বনে ।
হুরে ও পরিরা
নাচে গো ঝুরিয়া ,
নিশিতে চন্দ্রিমার ধ্যানে ।
আকাশ ও বাতাসে
শেফালীকা সুবাসে !
ভাঙিছে ঘুম মধু ক্ষণে ।
রাতে যে শবনম
দুলিছে গো অনুপম !
মাখিছে নূপুরকণা চরণে ।
জ্যোৎস্না সে রাতে
শেফালী ফুল সাথে !
বসি শেষের কবিতা লিখনে ।
মরমিয়া এ বাঁশী
বাজে রে অবিনিশি !
ব্যাকূল করা গানের বীণে ।
আমার কানে কানে
পুলক ও শিহরণে !
ডাকে ঐ কোন কুহকিনী ।
গান-প্রাণের জলসা
ভাঙিলে গো সহসা ,
শুনে ভোরের আজান ধ্বনি ।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত