সর্বশেষ :
বাংলাদেশ :
বিজয়ের উল্লাস

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: সানজিদা সাফা
হাজার শহীদের তাজা রক্তের শপথে
নেমে ছিল বীর বাঙালি গর্জে মাঠে,
প্রতিবাদের বিক্ষোভে সোচ্চার হয়ে
বিধস্ত দেশে মুক্তির চেতনা আনবে ফিরে।
ভূমিতে বিদ্রোহের আগুন জ্বালিয়ে
দিয়ে শৌর্য বীর্য দীপ্তি করে,
এনে ছিল বীর বাঙালি মহা এক স্বাধীনতা,
মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছিল
মুক্তির মহা পতাকা।
২৫ মার্চের গভীর রাতে চালিয়ে
ছিল বর্বর জাতি অতর্কিতের হামলা,
ঘুমন্ত মানুষের বুকে
কেঁদেছে কত শিশু পরেনি
যাযাবরের চোখে।
শোষণ জুলুম নির্যাতনে চরম দুর্ভোগে ফেলে,
চেয়ে ছিল বাংলার বুকে রাজত্ব কায়েম করতে।
পাকিস্তানের বিরুদ্ধে বাঙালি নেমে
ছিল মাঠে প্রাকৃতিক পরিবেশে
রটিয়ে ছিল প্রতিবাদের ভাষা,
রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য অর্জন করেছিল
বাঙালি কাঙ্খিত প্রাণপ্রিয় স্বাধীনতা।