কবিতা রাইটার: সানজিদা সাফা
হাজার শহীদের তাজা রক্তের শপথে
নেমে ছিল বীর বাঙালি গর্জে মাঠে,
প্রতিবাদের বিক্ষোভে সোচ্চার হয়ে
বিধস্ত দেশে মুক্তির চেতনা আনবে ফিরে।
ভূমিতে বিদ্রোহের আগুন জ্বালিয়ে
দিয়ে শৌর্য বীর্য দীপ্তি করে,
এনে ছিল বীর বাঙালি মহা এক স্বাধীনতা,
মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছিল
মুক্তির মহা পতাকা।
২৫ মার্চের গভীর রাতে চালিয়ে
ছিল বর্বর জাতি অতর্কিতের হামলা,
ঘুমন্ত মানুষের বুকে
কেঁদেছে কত শিশু পরেনি
যাযাবরের চোখে।
শোষণ জুলুম নির্যাতনে চরম দুর্ভোগে ফেলে,
চেয়ে ছিল বাংলার বুকে রাজত্ব কায়েম করতে।
পাকিস্তানের বিরুদ্ধে বাঙালি নেমে
ছিল মাঠে প্রাকৃতিক পরিবেশে
রটিয়ে ছিল প্রতিবাদের ভাষা,
রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য অর্জন করেছিল
বাঙালি কাঙ্খিত প্রাণপ্রিয় স্বাধীনতা।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত