কেরানীগঞ্জে বসুন্ধরা গ্রুপ হতদরিদ্রদের মাঝে চার হাজার শীত কম্বল বিতরণ করেন

- আপডেট সময় : ০৬:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জে চার হাজার অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের আইন্তা এলাকায় কম্বলগুলো বিতরণ করা হয়।
কম্বল পেয়ে হাসি ফোটে শীতার্ত মানুষের মুখে। হাড়-কাঁপানো শীত থেকে রক্ষা পেতে বসুন্ধরা গ্রুপের দেওয়া কম্বল হাতে শীতার্তরা বলেন, ‘বসুন্ধরার এই কম্বল আমাদের জন্য আশীর্বাদ।
বসুন্ধরা গ্রুপের মালিকগো আল্লাহ তায়ালা আরো বাঁচায়ে রাখুক, তারা যেন আমাগো প্রত্যেক বছর কম্বল দান করতে পারেন। আমরা সবাই কম্বল পেয়ে খুশি (আমেনা কম্বল গ্রহীতা)
আমরা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ কে এম নাজমুল হক।
বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী আব্দুল কাদেরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কোণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগ, কোণ্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সোহেলসহ বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।