বিশ্বায়নে বাংলা সাহিত্য পরিষদ সম্মাননা – ২০২৪

- আপডেট সময় : ০৩:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের অনলাইন ফেসবুক গ্রুপ ভিত্তিক অন্যতম সাহিত্য সংগঠন বিশ্বায়নে বাংলা সাহিত্য পরিষদ ( বি:বা:সা:প:)।
সব সময় দেশ বিদেশের কবি সাহিত্যিকদের সাপ্তাহিক সাহিত্য সম্মাননা প্রদান করেন।
৭/১০ জন কবি সাহিত্যিকদের এই সাহিত্য সম্মাননা প্রদান করেন।
তিনি নিজস্ব অর্থায়নে। যা বাংলাদেশের
অন্যতম নজির স্থাপন করেছেন সাহিত্য সম্মাননা প্রদান করে সাহিত্য অঙ্গনে। ২০২৪ ইংরেজি বছরে দেশ /বিদেশের কবি সাহিত্যিকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সাহিত্য সম্মাননা প্রদান করবেন।
বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
গ্রুপটি দক্ষ ও সুন্দর কমিটি দ্বারা পরিচালনা করেন। গ্রুপে সকল সদস্যদের সমান অধিকার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাতা কিংবা সদস্য সবাই সমান অধিকার। কোন কাজ করার আগে পরামর্শ করে করা হয়ে। আজ যে সদস্য কাল সে হতে পারে সভাপতি। সব গনতান্ত্রিক ভাবে চালিত হবে। নতুন তাই সাধারণ কমিটি গঠন করে চালানো হচ্ছে। আগামীতে গনতান্ত্রিক প্রক্রিয়াতে কমিটি করা হবে।
এই নতুন বছরের সাপ্তাহিক সাহিত্য সম্মাননা সনদ পেলেন যারা তাদের কবিতার নাম এবং কবির নাম নিচে দেওয়া হল।
১। গণতন্ত্রের গীতি।
এম এ হাসান সুইট।
২। সময়ের ক্রেতা।
ফয়জুর রহমান।
৩। সব কিছু ছকে বাঁধা।
সাইফুল্লাহ বিন সামছুল হক।
৪। শেষ অব্দি তুমি আমার।
শায়লা আহমেদ।
৫। দু কাপ কফি।
কেয়া সরকার
৬। চব্বিশের হাত ধরে
মোঃ দেলওয়ার হোসেন।
৭। ধনের নেশা।
মোঃ আব্দুল মালেক।
বিশ্বায়নে বাংলা সাহিত্য পরিষদ অনলাইন ফেসবুক ভিত্তিক সাহিত্য গ্ৰুপটি ইতোমধ্যেই দেশ বিদেশে সুনাম অর্জন
করতে সক্ষম হয়েছেন। সম্মানিত বিচারকদের মতামত অনুযায়ী কবিদের সাপ্তাহিক সাহিত্য সম্মাননা সনদ প্রধান করে এক নজির স্থাপন করেছেন। দেশের বিভিন্ন মহল থেকে এবং সমাজের সুনাগরিকগণে এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে প্রতিক্রিয়া
ব্যক্ত করেছেন। যা দেশে বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। সবার ভালোবাসা সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে গ্রুপ।
এই বিশাল উদ্যোগের সফলতা কামনা করেন দেশের সাহিত্য প্রেমীরা।
প্রতিষ্ঠাতা সকলের কাছে দোয়া প্রার্থী।
শুভেচ্ছান্তে,
জাহিদ হাসান
প্রতিষ্ঠাতা ও পরিচালক
বিশ্বায়নে বাংলা সাহিত্য পরিষদ (বি:বা:সা:প:)