কবিতা তুমি

- আপডেট সময় : ০৩:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে

কবিতা, রাইটার: মোদাচ্ছের আলী মাসুম
অজস্র গুণে গুণান্বিতা কবিতা তুমি নববধূর ঘোমটা,
সবার আগ্রহ তুমি কাঙ্ক্ষিত এক ত্রাতা।
তুমি হবে দৃঢ় চিত্ত সত্য অতি পবিত্র,
গহিনের মাঝে বাস ভূ-গর্ভস্থ রত্ন খচিত।
তোমার আঁখি মাঝে পৃথিবী তোমার কাছে বিন্দু -বিসর্গ,
তার মাঝে সৌরমণ্ডল অতিকায় জ্যোতিষ্মান নগন্য।
সাহসে চল তুমি গতির চেয়েও অধিক দ্রুতি,
পথেরও পাথেয় তুমি সময়ের সাথে ব্রতী।
তুমি দুঃখ নও তুমি তবে দুঃখ সেজে সুখ চিনাও,
তুমি আয়ু নও তবে আয়ুর জরায়ু মাঝে জীবন দাও।
তুমি মশাল তুমি অগ্রগামী পশ্চাৎপদের ধ্বংসী,
নীতির নৈতিকতা তুমি সংস্কার কর সব শঙ্কী।
তুমি দিন তুমি রাত্রি ধরিত্রীপুরে সব খোয়াবের সূক্তী,
তুমি জাগ্রত কবির কলমের কালি তারই মাঝে জাতির ভক্তি।
তুমি মন নয় তুমি মস্তিষ্ক তোমার মাঝে বিবেকের অস্তিত্ব,
পামর পামরি তোমার রক্তচক্ষুর শাণিত খড়্গে নিত্য হয় খণ্ডিত।
তুমি প্রেম তুমি প্রিয়ার প্রীত এক প্রিয়তম,
হৃদয়ের মাঝে তুমি জ্বলজ্বল শুঁক তারা সম।
তুমি ফরিয়াদ তুমি ক্ষুদিতের বুকফাটা আর্তনাদ,
কান্না – হাসির জীবন তোমার শব্দের উচ্চারণে সহজাত।
তুমি প্রকৃতি তুমি জান কিসের মাঝে সুন্দর পৃথিবী,
মানবের মাঝে প্রস্ফুটিত কর কুসুম রূপ অরণী।
তুমি গান তুমি বক্তৃতা তুমি সভা মঞ্চের সভাপতি,
তোমার পানে চেয়ে আছি তুমি আজ দিতে পার মুক্ত জাতি।
সুন্দর