কবিতাঃ বাড়ি আমার চকরিয়া

- আপডেট সময় : ১২:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

কবিতা,রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী ।
বাড়ি আমার চকরিয়া
শহর বড় সুন্দর ,
মানুষগুলো সহজ সরল
নিখাঁদ তাদের অন্তর ।
পূর্বদিকে উচ্চ পাহাড়
পশ্চিম দিকে বিল ,
দক্ষিণ পার্শে মাতামুহুরী
উত্তরে নলবিল ।
নদীর জলে নৌকো চলে
আমরা মাছ ধরি ,
নতুন বধূ জলকে নামে
কলসি কাঁখে ভরি ।
বর্ষাকালে বাঁশের চালি
মাতামুহুরীতে দেখি ,
দুই পাড়ে কাশের ফুল
জুড়িয়ে যায় আঁখি !
নদীর পাড়ে খেলার মাঠ
আমরা খেলা করি ,
বটের তলে রাখাল দলে
খেলছে লুকোচুরি ।
মাতামুহুরী নদীর তীরে
বৈশাখে বসে মেলা ,
শাহওমরের মাজার বিলে
ঘোড়দৌঁড়ের খেলা ।
চাঁদনী রাতে সিকল ঘাটে
ব্যস্ত পুঁথির আসর ,
নুরু দাদার পুথিঁর সুরে
কাটতো চান্নি-পসর !
মোদের আছে চিংড়ি,লবন
মাতামুহুরীর জল ,
ডুলাহাজারা সাফারি পার্ক
নামে পর্যটকের ঢল ।
বরইতলীর গোলাফ ফুল
মানিকপুরের দই ,
আমান্যা চরের বাদাম ক্ষেত
কৈয়ার বিলের কৈ ।
বদরখালী সমবায় সমিতি
বিশ্বব্যাপী সুনাম ,
অপরূপা নিবৃত নিসর্গ
দেখ সুরাজপুর গ্রাম ।
ফাইতঙের মারফা,শশা
ভরন্যা চরের কদু ,
কাকারার বাঙ্গী,বেল
হারবাং গাঁয়ের বধূ !
মাঠ ভরা সোনালী ধান
আমরা ফলাই ভাই ,
গরুর দুধে ফিরনি-পায়েশ
মজা করে খাই ।
বাগে আছে আম,কাঁঠাল
তাল,তরমুজ,মুলা ,
খেজুর রসে শীতের পিঠা
টইটুম্বুর হই-হল্লা ।
মাচান ভরা লাউ,শিম ,
থাকে নয় মাস ,
শাক-সব্জির অভাব নেই
কলা বারো মাস ।
চকরিয়ার গলদা চিংড়ি
সমগ্র দেশে নাম ,
মগনামায় বাগদার চাষ
চুুয়ারফাঁড়ির ধাম ।
গ্রীষ্ম কালে কালবৈশাখী
আম কুড়ানোর দিন ,
স্কুল শেষে যায়রে সখি
নাচে তাধিন ধীন !
দখিন হাওয়া উদুম গায়ে
পরশ বুলিয়ে যায় ,
শরৎ কালে শিউলী ফুল
হৃদয় ছুঁয়ে যায় ।
পিউ ডাকে শিমুল ঢালে
চৈতালি দুপুর ,
আষাঢ় মাসে জল থৈ থৈ
হাঁট,মাঠ,পুকুর ।
উঠানেতে পেয়ারা গাছ
থোকা-থোকা ধরে ,
বরই গাছের পাকা বরই
বাতাস হলে ঝরে !
পুকুর ডোবায় টাকি,শিং
হাত বাড়ালেই পাই ,
ক্ষেতের মরিচ পেঁয়াজ দিয়ে
রান্না করে খাই ।
ব্যাঙ ডাকে ঘেঁঘর ঘেঙ
অফিস পুকুর পাড়ে ,
সাঝের বেলা রঙিন আভা
মোদের নজর কাড়ে !
মজুর-মুটে, কৃষান, মাঝি
সবাই যেনো ভাই ,
সুখে দুঃখে,মিলে মিশে
জীবনটা কাটাই ।
এসো বন্ধু আমার বাড়ি
নয়তো বেশী দূর ,
ঘাট পেরিয়ে মোড় ঘুরে
মধ্য লক্ষ্যার চর ।
মাছ-ভাতে চকরিয়াবাসি
আছি বেশ সুখে ,
জন্মেছি চকরিয়ায় প্রভূ,
মরি যেন তার বুকে ।