সর্বশেষ :
বাংলাদেশ :
গুইমারা ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ, কর্মশালা অনুষ্ঠিত

নিউজ রাইটার: জহিরুল ইসলাম
- আপডেট সময় : ০৫:১৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ ডিসেম্বর)গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মশালার অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও খাগড়াছড়ি রিটার্নিং অফিসার মোঃ সহিদুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তাধর,সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন,গুইমারা থানার ওসি আরিফুল আমিন, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন সহ প্রমুখ।