ঢাকা ২ আসনে জমে উঠেছে নির্বাচন

- আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে প্রথমবারের মত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ডাঃ হাবিবুর রহমান, এ আসনে নৌকার প্রার্থী এডভোকেট মোঃ কামরুল ইসলাম।
আসন্ন নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। নির্বাচনে ট্রাক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ডাঃ হাবিবুর রহমান বলেন, এর আগে অনেকেই ঢাকা ২ আসনে নির্বাচন করেছেন এবং জয়ী হয়েছেন। এবারের প্রেক্ষাপট ভিন্ন, আমি এই ঢাকা ২ এর স্থানীয় সন্তান, নির্বাচনকে ঘিরে এ অঞ্চলের মানুষ এবার তাদের মাটির সন্তানকে নির্বাচিত করতে মুখিয়ে আছে।
জনগন আমার কাজ সম্পর্কে জানেন এবং আমাকে চিনেন। আমি বিগত ১৩ বছর ধরে মানুষের সেবা করে আসছি পাশাপাশি নানাবিধ সামাজিক কাজের সাথে সব সময় সম্পৃক্ত ছিলাম, গত সাত বছরে ১৫৩ টি ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে প্রায় ৩৫০০০ রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেছি, জনস্বার্থে সম্পূর্ণ বিনামূল্যে ‘সিপিআর’ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি, করোনা মহামারীর সময় আমি আমার সাধ্যমত মানুষের পাশে ছিলাম করোনা মহামারির প্রাক্কালে জনসচেতনতা তৈরি ও ফেস মাস্ক বিতরণ, ২৪ ঘন্টা টেলি-মেডিসিন সেবা প্রদান ও করোনাকালীন প্রথম কঠোর লক ডাউনে যেন ছোট-খাটো অসুখ-বিসুখে মানুষের হাসপাতাল যেতে না হয় তাই কেরানীগঞ্জ, সাভার, কামরাঙ্গীরচর সহ বিভিন্ন অঞ্চলের ৫০০০ এর অধিক পরিবারকে প্রয়োজনীয় ওষুধের একটা করে বক্স সেই অঞ্চলের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌছে দেই। করোনাকালীন দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনস্বার্থে দুই মেয়াদে ৩৩ দিন হোম-হসপিটাল সার্ভিস প্রদান করি।
দেশ ও মানুষের সেবায় সর্বদা আমি আমার সাধ্য মত চেষ্টা করি।
আসন্ন নির্বাচনে মানুষ আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে ঢাকা-২ এর সেবা করার সুযোগ দিবে বলে আমি বিশ্বাস করি।