সর্বশেষ :
বাংলাদেশ :
কৃপা দান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: হাম্মদ নুরুল কবির করিমী
মহা বিশ্বের সকল কিছুই
মহান রবের সৃষ্টি,
সৃষ্টি কর্তার সমান দৃষ্টি
রয়েছে সবার প্রতি।
সব সৃষ্টি আল্লাহর পরিজন
আল্লাহ পাকের বানী,
সৃষ্টিকে সেবা করলে পাবেন
বিধাতার মেহেরবানী।
নিঃস্ব অসহায়ের সহায় তিনি
প্রভূ এক নিরাকার,
আশরাফুল মাখলুকাত মানব
আমরা গুণগাহী তাঁর,
তিনি রহমতের মহা সাগর
ক্ষমতা অসীম অপার।
তামাম পৃথ্বি অবনত মস্তকে
তাঁরই গুনগান গায়,
পাপী,তাপী,দুঃখী নিঃস্বের
মহা মহীম সহায়।
তিমির রাতে বিজন প্রাতে
তিনিই কান্ডারী দয়ার,
প্রখর উত্তাপ সাহারা প্রান্তে
দান করেন ছায়ার।
বঙ্গোপসাগরে প্রমত্ত ঢেউয়ে
বিপদেও যদি পড়ে,
অসহায়ের সহায় প্রভূ মোর
নেন নিজের ক্রোড়ে।
মহাবিশ্ব যতই বড় বিশাল
রহমত তারও বেশী,
গ্রহ উপগ্রহ মহাসাগর নভ
থাকুকনা রবি শশী!
এসো সবাই কৃতজ্ঞতা জানাই
অসীম রবের তরে,
পাপ,তাপ,অবাধ্যতার ত্রুটি
দেবেন ক্ষমা করে ।