সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতাঃ মানব জমিন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

কলমেঃ মুহাম্মদ নুরুল কবির করিমী ।
পুড়ছে গাজা ধ্বংস গাজা
বিশ্ব বিবেক বিভোর ঘুমে ,
মজলুম জাতির আহাজারি
ধ্বনিত হয় আকাশভূমে ।
লাশে ভর্তি লাশের মিছিল
লাশের গন্ধে বাতাস রয় ,
রক্তে ভাসে ফিলিস্তিনী
তারা কি ভাই মানুষ নয়?
কাঁপেনাতো ইহুদি বুক
লুন্ঠন করছে পাশের দেশ ,
শিশুর কান্না দেখেনাতো
নেইতো তাদের মানব রেশ ।
জালিম জনের সাজা একদিন
হবে হবেই সবাই কয় ,
হৃত অধিকার পূণরুদ্ধার
সেইদিন তবে দূরে নয় ।
মহা বিশ্বের মালিক একজন
তিনিই রাব্বুল আলা’মীন ,
তাঁর চিন্তাতে কী আছে তা
দেখবে তো মানব-জমিন ।