সর্বশেষ :
বাংলাদেশ :
বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন সাহেবের উদ্যোগে মাঠ প্রাঙ্গণের পূর্ণ নির্মাণ কাজ চলছে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন সাহেব বেলনার মানুষের জন্য সব সময় পাশে দাঁড়িয়ে এসেছেন এবং সামাজিক যেকোনো কার্যক্রমে তার ভূমিকা অপরিসীম এবং (বেলনা আদর্শ উচ্চ বিদ্যালয়) মাঠ প্রাঙ্গণের পূর্ণ নির্মাণ কাজে সে যেমন উদ্যোগ নিয়েছে তার পাশাপাশি সহযোগিতা করছে বেলনার তরুণ সমাজের ছেলেরা।
তিন চারদিন ধরে অক্লান্ত পরিশ্রম দিয়ে মাঠ লেভেলের কাজ চালিয়ে যাচ্ছে বেলনার তরুণ সমাজের ছেলেরা তাদের জন্য সবাই দোয়া করবেন। মাঠ লেভেলের কাজে বেলনার যে সকল তরুণ সমাজের ছেলেরা কাজ করছে তাদের নাম, আবেগ ,লিসান, শিশির , জাহিদ ,নিসাদ,মোতাসের এবং নাম না জানা আরো অনেকেই ছিলেন।
বেলনার তরুণ সমাজের ছেলেরা বলেন , বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন সাহেব এর যে কোন সামাজিক উদ্যোগকে বাস্তবায়ন করতে সব সময় তার পাশে আছে ভবিষ্যতেও তার পাশে থাকবে বেলনার তরুণ সমাজের ছেলেরা।