সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : জীবনের নৌকা।

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ সিরাজুল ইসলাম।
পাল বিহীন নৌকারই মতো
মাঝ দরিয়ায় ভাসে,
ভাঙ্গা গড়ার খেলায় মাতে
জীবন নদীর আশে।
মানিয়ে নাও সবাই বলে,
সুখ দুঃখের’ই ঘাতে,
সবাই কি’তা বুঝতে পারে
একলা কাঁদি রাতে।
যাদের ঘিরে স্বপ্ন সাজায়
সকাল বিকাল রাতে
আমার স্বপ্ন ভাঙ্গে তারা
থেকে আমার সাথে।
ভালোবাসার ছলে গলায়
আমায় দিলো ফাঁসি,
বুলালাম পরে ছলাকলার
গেঁড়াকলে ভাসি।
কাঁদতে গেলে পারি না’যে
শুকিয়ে গেছে জল,
জীবন নদীর জল প্রবাহে
নাই’তো আজ কোলাহল।
দুমড়ে মুচড়ে ঝরে গেছে
জীবন বাগানের ফুল,
পাল বিহীন এই নৌকা খানা
খুঁজে শুধুই যে কূল।