সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : ফিরিয়ে নাও কেয়ামত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী।
স্মরণ কালের বন্যা
লন্ডভন্ড বঙ্গ কন্যা !
ভারত ছাড়ছে পানি ,
বাংলায় জীবনহানি ।
প্রকৃতি ফের ক্ষুব্ধ ,
মরণপণ এক যুদ্ধ ।
এগিয়ে এসো বন্ধু ,
সাথে করুণা বিন্দু ।
বিলীন ফসলি গ্রাম ,
ভাঙছে নদী ধাম ।
ডুবছে বাংলার বুক ,
বাড়ছে শুধুই দুঃখ ।
ভারত ছাড়ছে পানি ,
কাঁদছে কুমিল্লা ফেনী ।
গবাদি-পশু মরছে ,
শিশু-নারী ভাসছে ।
থৈথৈ জলে একাকার ,
বন্যায় যেন মেছাকার ।
আল্লাহ করুন রহমত ,
ফিরিয়ে নাও কেয়ামত ।