সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : গুলি ছুঁয়েছে বুক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী ।
মন ছুঁয়েছে মন
গুলি ছুঁয়েছে বুক ,
অনেক ত্যাগে পেয়েছি মোরা –
নতুন স্বাধীনতার সুখ ।
কোটা আন্দোলন
সংস্কার আবেদন ,
স্বাধীন দেশে সম অধিকার চায় –
অগণন মেধাবীর মুখ ।
রাত কাটে নির্ঘুম
টিয়ারসেল বোম ,
কার ঘরে কখন দেয় হানা –
কাকে,কখন করে গুম !
বৃষ্টি ঝরা শ্রাবণ
রক্ত-স্রোত প্লাবন ,
দুখিনী মায়ের নাড়িছেঁড়া ধন –
শতো বিভৎস লাশের শোক !
হত্যা জুলুম নির্যাতন
চাহি না আর কখোন ,
শোক করো শক্তিতে রূপান্তর –
ভুলো অতীত সব দুঃখ ।
শতো আবু সাঈদ
হলো হুকমি শহীদ ,
এ প্রজন্মের শিক্ষার্থীরা দেখালো –
আবার স্বাধীনতার আলোক ।