সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : বিচ্ছুরিত আলো

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: শাহজালাল সুজন।
রুধির ধারায় সিক্ত গোধূলির আভা
দ্যুলোক বিবশ হয়ে কম্পিত ছোঁয়া
হতাশা বরফ জমে কুণ্ডলীর পাকে
কৃষ্ণচূড়া লাল পুষ্প পুড়েছে তুষারে।
মহীধর গায়ে উষ্ণ কালো চুম্বনে
বিষণ্ন চোখের ভাঁজে সবুজ শ্যামল
তরুলতা কেঁদে ওঠে বীভৎস যন্ত্রনা
হৃদয় গহীনে ক্ষত বাহিরে ধোঁয়াশা।
দিগন্তের দ্রাঘিমায় খন্ডিত আঁচড়ে
কুহেলি ঢেকেছে আকাশের নীলে
শুভ্রতা তবুও শেষে আলিঙ্গনে চেয়ে
লোহিত শ্বাদলে বহে বিচ্ছুরিত আলো।