সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : শেফালী শিশির ভোর

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী।
খোলো খোলো আঁখি দোর
শেফালী ফোটা ভোর ,
দোলে দোলে বাগিছায় গুল
খুশীতে নাচিছে হুর ।
ঝিরিঝিরি হাওয়ায় ভাসে
মিষ্টি বাতাসের সুর ,
ঝরে ঝরে ভোরের শিশির
ভেজে তারই নূপুর ।
কুলুকুলু ছন্দে বহে তরঙ্গে
যৌবন স্রোতের তান ,
তনুমনে ক্ষণেক্ষণে জাগিছে
শরত পাপিয়ার গান ।
দূর আকাশে মেঘেরা ভাসে
শেফালী মাখিয়া গায় ,
ঝরে শিশির ভোরের বেলা
শেফালীর নাঙ্গা পায় ।
ফুলে ফুলে মক্ষিকা দোলে
গুনগুনিয়ে গাহে গান ,
খুশিতে নাচে তামাম জাহান
জুড়ে সখার প্রাণ ।