খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণ এর উদ্যোগে শুকরিয়া মিছিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

জুলুম শোষণ ও লুটতরাজ বন্ধ করে বৈষম্যহীন রাষ্ট্র কায়েমে সবাইকে এগিয়ে আসতে হবে
———————————————————-
মাওলানা জহিরুল ইসলাম
আজ ( ৭ আগষ্ট ২৪ বুধবার) বাদ আছর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণ এর উদ্যোগে শুকরিয়া মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ পনেরো বছরের অধিক সময় ধরে জুলুম, শোষণ ও অবৈধভাবে ক্ষমতা দখল করে আসা স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে আলহামদুলিল্লাহ! এই দীর্ঘ সময়ে হাসিনা সরকার জনগণের উপর অন্যায় হত্যাকান্ড সহ এমন কোন অন্যায় কর্মকাণ্ড নেই যা তারা করে নি। গুম, খুন, দুর্নীতি, কালোবাজারি, চাঁদাবাজি ও অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হয়রানি করা ছিল তাদের নিত্যস্বভাব। আলেম উলামা,সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি ও নির্যাতনের স্টিমরোলার চালিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। দেশের ছাত্র সমাজ ও মুক্তিকামী মানুষের আন্দোলনে আল্লাহ তায়ালা জালিম শাহীর মসনদ ভেঙে দিয়েছেন।
তিনি আরো বলেন, আমরা জুলুম শোষণ ও বৈষম্য থেকে নতুন করে স্বাধীনতা লাভ করেছি। সুতরাং সকল ভেদাভেদ ভুলে গিয়ে
জুলুম শোষণ ও লুটতরাজ বন্ধ করে বৈষম্যহীন রাষ্ট্র কায়েমে সবাইকে এগিয়ে আসতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ও সর্বপ্রকার বিশৃঙ্খলা ঠেকাতে সবাইকে সচেতনভাবে ভুমিকা রাখতে হবে।
ঢাকা জেলা দক্ষিণের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শফীকুল ইসলামের পরিচালনায় ও শাখা সভাপতি মাওলানা জাকির হুসাইনের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি মাওলানা হেলাল আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, বাইতুল মাল সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আমীনুদ্দীন, মাওলানা নাইম বিন মুক্তার, মাওলানা সাইফুল্লাহ সাজিদ, খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা দক্ষিণ এর সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান, সহ সভাপতি মুহাম্মাদ আব্দুর রহিম প্রমুখ।