ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মানজারুল ইসলাম আলামিন প্রবাস থেকে বিজয় উল্লাস উদযাপন করেন।

- আপডেট সময় : ১১:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

বিএনপির কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মানজারুল ইসলাম আলামিন বলেন বিনা ভোটের অবৈধ সরকারের পতনে ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের জনগণের ভূমিকা ব্যাপক এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা নিজের অধিকার আদায়ের জন্য নিজের জীবনকে বিপন্ন করে এই অবৈধ সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তা বলাবহুল্য এবং যেই সকল ছাত্র-ছাত্রী আমার ভাই-বোনেরা এই অবৈধ সরকারকে পতন করতে গিয়ে শহীদ হয়েছেন, সেই সকল ছাত্র-ছাত্রী ভাই-বোনদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তারা যাতে জান্নাতবাসী হয় এই দোয়াই করি।
বিএনপির কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মানজারুল ইসলাম আলামিন তিনি আরো বলেন আজকে আমরা প্রবাসী কেন।
যেকোনো দল করা নিজেদের গণতান্ত্রিক অধিকার, আর এই বিএনপি দল করায়, আওয়ামী লীগ বিনা ভোটের অবৈধ সরকার এজেন্টদের কাছ থেকে হতে হয়েছে পদে পদে লাঞ্ছিত নিজের জীবনকে হাতে নিয়ে চলতে হয়েছে রাজপথে সংগ্রাম করতে হয়েছে এই অবৈধ স্বৈরাচারী সরকার পতন ঘটানোর জন্য ভয় ভীতি পুলিশ উঠিয়ে নিয়ে যাওয়া টর্চার করা সব রকমের ওই অত্যাচার করেছে আমাদের কে। অবশেষে সংসারের দোটানায় পেটের তাগিদে হলাম আমি প্রবাসী।
গতকাল ৫ এ আগস্ট ২০২৪ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী নিকৃষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলো।
গতকাল ৫ এ আগস্ট ২০২৪ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী নিকৃষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ঘটনাটি শোনার পরে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মনে হল যে দেশটিকে আবার স্বাধীন করলাম আমরা সবাই এবং আমরা প্রবাসীরা মিষ্টি বিলিয়ে স্বাধীনতার বিজয় উল্লাস উদযাপন করলাম।
আমার জন্য সবাই দোয়া করবেন খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে ফিরে আসছি ।