কবিতা : পরন্ত আষাঢ়

- আপডেট সময় : ০৫:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: এম এ মান্নান শেখ।
অক্ষর বৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
স্বপ্নীল আঁধারে পরন্ত আষাঢ়ে চাহিদার নেই অন্ত,
যত ভালোবাসি মন চায় বেশি ভালোবেসে জপি মন্ত্র।
অজানা অন্তরে অচেনা শহরে অদেখা পথের বাঁকে,
একীভূত মনে সুখী দুঃখী রণে স্মৃতির ফোয়ারা আঁকে।
ঘুচিয়ে অনীহা হৃদে জাগে স্পৃহা মরুময় হ্রদে বৃষ্টি,
রুক্ষতার স্থলে ক্যাকটাস ফুলে ছড়ায় সুগন্ধি মিষ্টি।
কেয়া বন পথে কদম শোভিতে বর্ষণে মুগ্ধতা স্তুতি,
মেঘ ভেলা ভাসে অন্ত প্রাণ হাসে সাদা নীল অম্ভে স্থিতি।
নদী বাঁকে বিলে বৈঠা বেয়ে চলে দোদুল্যমান ঐ নৌকা,
নব কুড়ি কলি পাপড়িটা মেলি সানন্দে বাজায় ডংকা।
প্রেয়সী কপোলে আষাঢ়ের জলে হিরোক রশ্মির বিন্দু,
উন্মোচিত দ্বার ভালোবাসা আর প্রীতির মিশ্রণে সিন্ধু।
সৃষ্টিশীল কবি আঁকে শত ছবি স্মৃতিকথা করে যত্ন,
এমনি আষাঢ় এসে বারংবার রেখে যায় বহু রত্ন।
পরন্ত আষাঢ়ে ব্যপ্ত অভিসারে বর্ণীল অদেখা স্বপ্ন,
প্রভু স্মরণীয়া শ্রুতিময় হিয়া অপূর্ণে রবেনা ভগ্ন।