সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : ভন্ড সাধু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সাধুরা সব খাচ্ছে ধরা
সোনার বাংলাদেশ
অধরা সব সাধুগণ আজ
করল দেশটা শেষ।
মাথায় টুপি পাক্কা মুমিন
নামজ কালাম ঘেরা,
ইমানদার ভাই ভরপুর সব
সাধুরা সব সেরা।
পি এস সি বি এস সি
প্রশ্ন করিয়া ফাঁস,
সাধুরা সব রঙমহলে
মেধাবী সব নাশ।
ধরা খাওয়ার আগে সাধু
পাক্কা মুমিন সাজ,
এই সাধুরা অন্তরালে
রাখে না ভাই লাজ
সাধুরসঙ্গ করো ভঙ্গ
স্লোগান মুখে তুল,
দুর্নীতিটা রুখতে আগাও
সাহস বুকে মূল।