সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : শৈশব ছিল বেশ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মোহাম্মদ সিরাজুল ইসলাম।
চাঁদের জোছনা রাত পোহাল
ভোরের সুরুজ লাজুক আলো
নয়ন ভরে চায়,
আকাশ কোণে তারার মেলা
বৃষ্টি ভেজা শিশুর খেলা
খুশির আবেশ গায়।
গগন পানে মেঘে ভাসে
বৃষ্টি দেখে সৃষ্টি হাসে
বাদল মাখা দিন,
বনবীথিকা ভিজে সারা
বনের পাখি দিশাহারা
বাজে ঝর্ণা বীণ।
রোজ বিকেলে খেলার মাঠে
কাদামাখা গোসল ঘাটে
সব শিশুদের দল,
মায়ে ডাকে যাসনে খোকা
চুপিসারে দেয় যে ধোঁকা
খেলায় যাবো চল।
শৈশব ছিল কত স্মৃতি
ম-ম মায়া নানান প্রীতি
মনে জাগে ক্লেশ,
সব বন্ধুরা মিলিত হই
স্মৃতি পাড়ায় গল্প যে কই
ভাবতে লাগে বেশ।