সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : ভুতের ছানা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: এম এ মান্নান শেখ।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
অক্ষর বৃত্ত ছন্দঃ ৫+৫+৫+২
ঠিক নিয়মে ভুতের ডিমে
দুইটি হলো ছানা,
এই খুশিতে সবাই মাতে
উৎসবে নেই মানা।
বিশ বছরে তাদের ঘরে
নতুন ছানা পেয়ে,
স্নেহের চোখে সবাই দেখে
আনন্দে গান গেয়ে।
একটি ছেলে মায়ের কোলে
নাম রেখেছে ভুতু,
পিতার সাথে খেলায় মাতে
তাদের মেয়ে মিতু।
বটের ডালে সদাই ঝুলে
মাটিতে নয় নামা,
নামলে যবে বিপদ হবে
বলছে বড় মামা।
পিতামাতার সর্ব কথার
গুরুত্ব দেয় বেশি,
পড়াশোনায় খেলাধুলায়
মগ্ন থেকেই খুশি।
সিংহ বাঘের বন্য হাতির
গর্জন শুনে শেষে,
চুপটি করে লুকিয়ে পড়ে
মগ ডালেতে বসে।
কাঁচা মাছের পাকা আমের
জামের রসে মজা,
কাঁঠাল পেলে নিয়ম ভুলে
চলতে থাকে সোজা।
প্রতিবেশীর দুঃখ সুখের
খবর থাকে জানা,
এমনি করে উঠছে বেড়ে
ভুতের দুটো ছানা।