সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতা : উলুবোড়া

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: শাহজালাল সুজন।
নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে
রাসেল ভাইপার নাম,
সব জায়গাতেই আতঙ্ক রয়
ভয়ে ঝরে ঘাম।
কিলিং মেশিন নামেও ডাকে,
ভয়ংকর এক রূপ,
দূর থেকে বিষ ছুঁড়ে দিয়ে
হয়ে থাকে চুপ।
ত্রিভুজাকার গায়ের গড়ন
সরু সাপের লেজ।
চেপ্টা মাথায় মোটা দেহে
পায়ে লাগায় প্যাঁচ।
বিষ যন্ত্রণা সারা অঙ্গে
পচন ধরে গায়,
লাফিয়ে দেয় কামড় শেষে
দাঁত ঢুকিয়ে পায়।
ঘাপটি মেরে বসে থাকে
ফুঁপিয়ে নেয় দম,
এক নিমিষেই প্রাণটা কাড়ে
সাক্ষাৎ যেন যম।