কবিতা : কবি কাজী নজরুল ইসলাম

- আপডেট সময় : ০১:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী।
আমাদের জাতীয় কবি কাজি নজরুল ,
তোমাকে চিনতে আমরা করিনি তো ভুল ।
ওগো বিদ্রোহী কবি, তুমি বাঙলার বুলবুল ,
তোমার কবিতা মাধুরীমাখা সুন্দর অতুল !
তুমি সুরের অগ্নিবীণা গেয়েছো ভোরের গান ,
বাংলার জাতীয় কবি জেগে উঠার সোপান ।
তোমার সৃষ্টি বিদ্রোহী খেয়াপারের তরণী ,
মহররম পউষ, পথ হারা নারী, পূজারিণী ।
তোমার কবিতায় লিখেছো জীবনের ছবি ,
তুমিই পূবের ছাতক,বাঁধন হারা মম কবি ।
তোমার সৃষ্টি ছড়া, কবিতা গেয়ে যাই গান ,
চেয়োনা সুনয়না , মালা করবো কারে দান ।
ও মন রমজানেরই,সাহারাতে ফোটল রে ফুল ,
আমায় নহে গো ভালোবাস, বুলবুলি তুই ফুল।
মোর ঘুম ঘোরে, শাওন রাতে যদি স্মরণে ,
পদ্মার ঢেউ রে, রুম ঝুমঝুম, ভুলি কেমনে ।
হে সিন্ধু, বন্ধু মোর,পাশে গোবাক তরুর সারী
মুহাম্মদ নাম জপেছিলে, সাহারায় চাঁদ হেরি ।
তুমি লিখেছো দোদুল দুল ,শাত -ইল-আরব
তুমি মোদের প্রেরণার উৎস বাংলার গৌরব ।